জলঢাকায় এক স্কুলে তিন শিক্ষক করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

নীলফামারীর জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় দুইদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওই তিন শিক্ষকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তারা হলেন-সুশান্ত কুমার রায়, রমিজুল ইসলাম ও আব্দুল জলিল। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক আল হাসান জায়েদ তিন শিক্ষকের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে একজন শিক্ষক পরীক্ষা করালে তার করোনা শনাক্তের সংবাদ পাই। পরে আরও দুইজন শিক্ষক করোনায় আক্রান্ত হন। এ ঘটনায় শনিবার ও রোববার দুইদিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা চঞ্চল কুমার ভৌমিক বলেন, যেহেতু বিদ্যালয়টির তিনজন শিক্ষক করোনা আক্রান্ত, তাই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের করোনা পরীক্ষার জন্য সংরক্ষিত ছুটি থেকে দুইদিন স্কুল বন্ধ রাখা হয়েছে। আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে। যদি আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে আলেচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আর কোনো শিক্ষক-শিক্ষার্থীর অসুস্থতার খবর পাইনি। আমরা যথাযথ স্বাস্থবিধি মেনে বিদ্যালয় পরিচালনায় বদ্ধ পরিকর।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।