২০ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙ্গাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

বরগুনার বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়নাল ফরাজীর জালে পাঙ্গাশটি ধরা পড়ে। মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয়রা জানান, দুপুরে মাছটি আবুল কালাম আজাদের আড়তে নিয়ে আসেন জয়নাল ফরাজী নামের এক জেলে। পরে ওই আড়ত থেকে ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় দেলোয়ার প্যাদা নামের এক ব্যবসায়ী মাছটি বিক্রি কিনে নেন।

jagonews24

মাছ ব্যবসায়ী দেলোয়ার প্যাদা জানান, এত বড় পাঙ্গাশ আমি আগে কখনও দেখিনি। নদীর পাঙ্গাশের ভালো স্বাদ পাওয়া যাবে। খবর শুনে শহরের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। অনেকে আবার ছবি তুলে নিয়ে যাচ্ছেন।

আড়তদার আবুল কালাম আজাদ জানান, বহু বছর পর এত বড় পাঙ্গাশ দেখেছি আমরা। এর আগেও বড় সাইজের পাঙ্গাশ এসেছে বাজারে; তবে এটি সবচেয়ে বড়।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।