বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করেছেন তা আর কোনো সরকার করেনি। বিএনপির আমলে শুধু বিশৃঙ্খলা হয়েছিলো। শুধু তাই নয় ধানের শীষ ও লাঙ্গল মার্কা যখন ক্ষমতায় ছিলো তারা দেশের জন্য কিছুই করেনি। দেশের মানুষকে তারা বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা দিতে পারেনি।

অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বক্তব্য রাখেন। পরে পরিকল্পনা মন্ত্রী ওই এলাকার সুবিধাভোগীদের মধ্যে নলকূপসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।