মাগুরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু
মাগুরায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের কাশিনাথপুর গ্রামের হাওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের হাওর এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ বের করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এ ব্যাপারে দ্রুতই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মো. আরাফাত হোসেন/বিএ/জিকেএস