ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ, মামা-ভাগনে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০১ অক্টোবর ২০২১

ফেনীর ফুলগাজীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামা-ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার মোহাম্মদপুর গ্রামের বীরেন্দ্র কুমার সরকারের ছেলে গোপাল চন্দ্র সরকার (৪৫) ও তার ভাগনে বরইয়া গ্রামের বিপ্লব কান্তি দত্তের ছেলে বিমান কান্তি দত্ত (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের অজিত রঞ্জন পালের ছেলে রুহুল পালকে ভারতীয় হাই কমিশনে প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র দিয়ে চার লাখ টাকা হাতিয়ে নেন তারা। প্রতারণার বিষয়টি জানার পর টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে অজিত পাল ফুলগাজীতে তিনজনের নামে মামলা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দিন জানান, তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নুর উল্লাহ কায়সার/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।