ঘরের মেঝে খুঁড়ে মিললো ৫ লাখ ইয়াবা
বান্দরবানের আলীকদমে ঘরের মেঝে খুঁড়ে পাঁচ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার উত্তর পালং পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন (২৪) ও তাদের কাজের ছেলে শফিউল্লাহ (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় কবির হাজির ঘরের মেঝে খুঁড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, অভিযানের পর র্যাব সদস্যরা জব্দকৃত ইয়াবা ও আটকদের থানায় নিয়ে আসেন। পরে তাদের থানায় হস্তান্তর না করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।
আরএইচ/এএসএম