শ্বশুরবাড়ির বাঁশঝাড়ে মিললো জামাইয়ের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০২ অক্টোবর ২০২১
ফাইল ছবি

জামালপুরের মেলান্দহে শশুরবাড়ি বাঁশঝাড় থেকে সমির মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলার চরপলিশা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সমির মোল্লা (৫৫) একই গ্রামের চরপলিশা গ্রামের তয়ছন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সমির মোল্লার। সেদিন স্ত্রী খুরশেদা বেগমকে পিটিয়ে আহত করেন। বর্তমানে খুরশেদা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরদিন শ্বশুরবাড়ির বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

পরিবারের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।