ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৩ অক্টোবর ২০২১
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কান্দারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের ভোলা সরদারের ছেলে সুন্দর আলী (৬৫), তার নাতি রফিক সরদার (১৪) ও মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৪৬)।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিলেন সুন্দর আলী ও রফিক সরদার। একপর্যায়ে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময়ে মোশাররফ হোসেন বজ্রপাতে আহত হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বজ্রপাতে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।