শিক্ষকের করোনা পজিটিভ, এক সপ্তাহ বন্ধ বিদ্যালয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৪ অক্টোবর ২০২১

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৪ অক্টোবর) নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা করোনা পজেটিভ হন। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশন রয়েছেন। রোববার (৩ অক্টোবর) থেকে বিদ‌্যালয়টিও বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন জানান, বিদ‌্যালয়ের ১০ শিক্ষক ও ৪৫০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরা করোনা পজিটিভ হন। এর পরই বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক নমুনা পরীক্ষা করান। পরে রোববার তাদের মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, শিক্ষকের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি এড়াতে এ বিদ্যালয়টি আগামী ৯ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ্যালয়টি খুলে দেওয়া হবে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।