সুনামগঞ্জে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৫ অক্টোবর ২০২১

সুনামগঞ্জ সদর উপজেলায় ভাবির ভাইকে হত্যার দায়ে লুৎফর মিয়া নামের এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায় ঘোষণা করেন। তবে এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন আসামি।

সুনামগঞ্জ জেলা দায়রা জজের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে পারিবারিক কলহের জেরে তৈয়ুবুর রহমানের বোন সিতারুন নেসার সঙ্গে তার স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বিরোধ মেটাতে পারিবারিক সালিশে বসেন দুই পক্ষের লোকজন। পরে সালিশে দুপক্ষের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সিতারুন বেগমের দেবর লুৎফর রহমান তার ভাই তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সিতারুন বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দেন।

লিপসন আহমেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।