সুনামগঞ্জে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০৬ অক্টোবর ২০২১
প্রতীকী ছবি

সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

বাবুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় বলেন, ২০০২ সালে ১ আগস্ট রাতে বাবুল মিয়া ওই শিশুকে ধর্ষণ করেন। এসময় শিশুর চিৎকারে বাবা-মা বাবুল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। পরে প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে আসামিকে ছাড়িয়ে নেন। বিচার না পেয়ে ৩ অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা।

দীর্ঘ তদন্ত শেষে ২০০২ সালের ৩ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারকার্য শেষে আদালত অভিযুক্ত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।