নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে সংবর্ধনা পেল মোনালিসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৭ অক্টোবর ২০২১

করোনাকালে কুড়িগ্রামের ফুলবাড়ীতে যখন বাল্যবিয়ের ধুম চলছিল, ঠিক তখনই নিজের বিয়ের প্রতিবাদ করেছিল এসএসসি পরীক্ষার্থী মোছা. মোনালিসা আক্তার। অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করে সে। এমন সাহসিকতার জন্য তাকে সংবর্ধিত করলো উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় ফুলের শুভেচ্ছা জানিয়ে মোনালিসার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মোনালিসা বড়লই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। তিনি ব্যক্তিগত ফান্ড থেকে মোনালিসাকে প্রতি মাসে ১ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

jagonews24

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, বড়লই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানী আঙ্গুর, ভাঙ্গামোড় দাখিল মাদরাসার সুপার ইসমাইল হোসেন।

জানতে চাইলে মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে মোনালিসাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। মোনালিসা তার বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। সে কোনো দিন স্কুল ফাঁকি দেয়নি। ২৫ সেপ্টেম্বর মোনালিসার পরিবার তার বিয়ের প্রস্তুতি নেয়। এর আগেই ২২ সেপ্টেম্বর তার স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি সেই বাল্যবিয়ে রুখে দেন।

মো. মাসুদ রানা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।