বিপুল ভোটে কাউন্সিলর হলেন সিমু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৭ অক্টোবর ২০২১

মাগুরা পৌরসভার ১-৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন সৈয়দ কোবরা জাহান সিমু। চশমা মার্কা নিয়ে তিনি ৪ হাজার ৪৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মর্জিনা ইয়াসমীন পেয়েছেন ৩৩৬ ভোট।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাগুরা পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ছোবেতারা বেগমের মৃত্যুতে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী কাউন্সিলর ছোবেতারা বেগম মারা যান।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।