চাঁদপুরে অভিযান: ১২ লাখ টাকা জরিমানা, ২৯ ড্রেজার-বাল্কহেড জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৮ অক্টোবর ২০২১

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনভর অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটনের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ১৭ টি বাল্কহেড ও ১২টি ড্রেজার জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১জন বাল্কহেড কর্মচারীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ নৌ-পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) বদরুল হাসান লিটন জানান, দেশব্যাপী অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে যেসব বাল্কহেড ও ড্রেজারের বৈধ কাগজপত্র নেই, ফিটনেস ত্রুটি রয়েছে এবং চালক ও সুকানিদের লাইসেন্স নেই সেসব নৌযানের বিরুদ্ধে নৌ-পরিবহন অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার নৌ-পুলিশ, কোস্টগার্ড ও র‍্যাবের সহায়তায় অভিযান চালানো হয়।

অভিযানে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আতিক/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।