বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৮ অক্টোবর ২০২১

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত থেকে শুক্রবার (৮ অক্টোবর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এসময় চারটি নৌকা জব্দ করা হয়।

নৌ-পুলিশ জানায়, ইলিশের উৎপাদন বাড়াতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ-সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাছ শিকার করা অবস্থায় ১১ লাখ মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করা হয়। এছাড়া চারটি জেলে নৌকা ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। পুড়িয়ে বিনষ্ট করা হয় জাল।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে।

নজরুল ইসলাম আতিক/এফআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।