গড়াই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২১

মাগুরার গড়াই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) গড়াই সেতুর নিচে গতবছরের ন্যায় এবছরও বাইচটি অনুষ্ঠিত হয়।

বাইচে ৮টি নৌকা অংশ নেয়। গড়াই নদীর দুই পাড়ে মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ীর হাজারো মানুষ এ নৌকাবাইচ উপভোগ করেন।

jagonews24

আয়োজক কমিটির আহ্বায়ক নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান যুবসমাজকে সঠিক পথে ধরে রাখতে। এজন্য তিনি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে দেশে খেলাধুলার যেমন চর্চা হচ্ছে, তেমনি সফলতাও আসছে।

jagonews24

নৌকাবাইচ প্রতিযোগিতায় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা জেলা পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. হাফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।