ঝিনাইদহে ট্রাকচাপায় প্রাণ গেলো এনজিওকর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:০১ এএম, ১৪ অক্টোবর ২০২১

ঝিনাইদহে ট্রাকচাপায় দেবদাস মন্ডল নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়ক তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবদাস মন্ডল সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে। তিনি ব্র্যাকে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় শামীম নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহেশপুর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন ব্র্যাকের ওই এনজিওকর্মী। চড়ক তলা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়েন তিনি। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, সকালে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব বলেন, ‘মহেশপুর উপজেলার চরক তলা মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

আব্দুল্লাহ আল মাসুদ/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।