নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ কিশোরী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১১ পিএম, ১৪ অক্টোবর ২০২১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৯ হাজার ৪০০ ইয়াবাসহ এক কিশোরীকে (১৭) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলুগোলা মাঠের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই কিশোরী কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। মাদককারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি থানায় তার বিরুদ্ধে মাদক মামলার পর বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তাকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আলমগীর হোসেন।

ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।