কুমার নদে গোসলে নেমে প্রাণ গেলো ইটভাটা শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৪ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদে গোসল করতে নেমে মিল্টন আলী (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষবিলা গ্রামের কুমার নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিল্টন আলী একই ঘোষবিলা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যান মিল্টন। পরে আর বাড়ি ফেরেননি। তাকে কুমার নদে খোঁজাখুঁজি করা হয়। এক পর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।