মাদক মামলায় শ্রমিকলীগ নেতার কারাদণ্ড
মাদক রাখার দায়ে বরগুনা জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবদুল হালিম মোল্লাকে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল হালিম মোল্লা শহরের ফরমান আলী সড়কের মোশাররফ হোসেন মোল্লার ছেলে। তিনি শ্রমিকলীগের বরগুনা জেলা শাখার আহ্বায়ক।
এজাহার সূত্র জানায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাত সোয়া একটার দিকে ২০ গ্রাম গাজাসহ আবদুল হালিম মোল্লাকে বাড়ির সামনের রাস্তার ওপর থেকে আটক করে। পরে তদন্ত করে দণ্ডপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, ব্যক্তিগত মামলায় কারাদণ্ড হওয়ার তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুক্তির পর তিনি একই দায়িত্ব পালন করবেন।
আরএইচ/এএসএম