টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২১ অক্টোবর ২০২১

টেকনাফে দুই মামলার পলাতক আসামি মো. জুবায়ের (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলা পুলিশ ও এপিবিএন’র যৌথ অভিযানে টেকনাফ ক্যাম্প-২১ চাকমারকুল থেকে তাকে গ্রেফতার করা হয়।

টেকনাফ-১৬ এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এবং জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পলাতক আসামি রোহিঙ্গা যুবক মো. জুবায়েকে (২৬) চাকমারকুল ক্যাম্পের এ/৬ ব্লক থেকে গ্রেফতার করে।

জুবায়ের এ/৬ ব্লকের ৩৪ নম্বর ঘরের মো. আলমের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দুটি মামলা রয়েছে।

কক্সবাজার-১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গ্রেফতার রোহিঙ্গা যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।