টেকনাফে চাকমা পল্লিতে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৪ অক্টোবর ২০২১

কক্সবাজারের টেকনাফে চাকমা পল্লিতে দুপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার (২৪ অক্টোবর) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমা পল্লিতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কাটাখালীর জ্যোতি চাকমার ছেলে বলি চাকমা (৩৫), আপোষ চাকমা (২৪) ও মেয়ে বিকি চাকমা, জোদিল চাকমার ছেলে বোবল চাকমা (২৭), কাজল চাকমার ছেলে মংবুচিল চাকমা (৩০) কালুর ছেলে মো. সেলিম (২৮), আবদুল মজিদের ছেলে মানিক (২০) ও আব্দুল শুক্কুরের ছেলে রশিদ আমিন (১৯)।

আহতদের উদ্ধার করে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনার সূত্রপাত নিয়ে দুপক্ষের বক্তব্য ভিন্ন। এক পক্ষ বলছে, ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যপক্ষের দাবি, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব।

জ্যোতি চাকমা জানান, চাকমা মেয়েদেরকে ইভটিজিং করার জের ধরে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন।

চাকমা পল্লীতে সংঘর্ষের খবরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাকিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক বলেন, ‘চাকমা পল্লিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন। তবে সংঘর্ষের ঘটনার সূত্রপাত নিয়ে পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া গেছে।’

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।