টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আরসা সংগঠক আটক
কক্সবাজারের টেকনাফে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) স্থানীয় সংগঠক সুরুত আলমকে (২৮) আটক করেছে এপিবিএন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত নূর আহম্মদের ছেলে।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এপিবিএন। পরে সেখান থেকে সুরুত আলমকে (২৮) আটক করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আটক সুরুত আলমকে টেকনাফ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
জাবেদ ইকবাল চৌধুরী/আরএইচ/এএসএম