শ্রীনগরের ওসি প্রত্যাহার করলো নির্বাচন কমিশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৮ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশানুসারে বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রত্যাহার করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সিগঞ্জ নির্বাচন অফিস থেকে নয় বরং ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রেরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওসির বিরুদ্ধে কোনো প্রার্থীর অভিযোগ নেই।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ওসি হেদায়েতুল ইসলাম ভূইয়াকে প্রত্যাহার করা হয়েছে তাই তিনি জেলা সদরে গেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরাফাত রায়হান সাকিব/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।