টেকনাফে ডাকাত ‘সালমান শাহ’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৮ অক্টোবর ২০২১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাত ‘সালমান শাহ’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ফয়জুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বিশেষ অভিযানের মাধ্যমে ডাকাত সালমান শাহ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ফয়েজুল ইসলামকে (২১) গ্রেফতার করে । তার সম্পর্কে যাচাই-বাছাই করে জানা যায় সে শুরু থেকে রোহিঙ্গা ডাকাত সালমান শাহ গ্রুপের একজন সক্রিয় সদস্য এবং অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এছাড়া সে ২০১৯ সালের টেকনাফ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।