মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৯ অক্টোবর ২০২১

মাগুরায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে মাগুরা-ঝিনাইদাহ সড়কের সাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইলের মাঝপাড়া গ্রামের বিমল দাস (৭৫) ও মাগুরা হাজরাপুর গ্রামের কাশেম মোল্যা (৫০)।

আহতরা রেহেনা (৩৫), শামীমা (৩০), অমিত (৩২), মিঠুন (৩২), অঞ্জলি বালা (২৫), আজমির (৪০), বাদশা (৩০), ইব্রাহীম (১৮) ও আবুল কাশেমকে (৪৩) মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সর্দার জানান, ঝিনাইদাহগামী একটি বাসকে মাগুরাগামী সবজিবোঝাই ট্রাক সামনের থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।