সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই রোহিঙ্গা যুবকের
কক্সবাজারের উখিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বালুখালি শরণার্থী ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ক্যাম্পের নাজির হোসেনের ছেলে সাদ্দাম (২৫) ও নুরুল আমিন (২৭)। অপর আহত কবির আহমদ (৩০) একই ক্যাম্পের মনির আহমদের ছেলে।
কক্সবাজার এপিবিএন ৮ এর অতিরিক্ত পরিচালক কামরান হোসাইন বলেন, সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই যুবক মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস