মধ্যরাতে জেটিতে উশৃঙ্খলতা, আটকের পর ১২ ছাত্রলীগ নেতার জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০২ নভেম্বর ২০২১

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দিরের পাশের জেটিতে উশৃঙ্খল ও সন্দেহজনক আচরণের দায়ে ১২ জন তরুণকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। আটকরা নিজেদের ছাত্রলীগ নেতাকর্মী বলে পরিচয় দিয়েছেন।

আটকরা হলেন, উপজেলার বড় মহেশখালীর শুকরিয়াপাড়ার মোবারক হোসেন (১৯), রায়হান মোক্তার সাগর (১৯), রাকিবুল হাসান (২৩), মাহাতাবুল ইসলাম আদিল (১৮), মো. সজীব ওয়াজেদ জয় (১৮), এবাদুল হক (১৮), মো. তাজউদ্দিন (২১), আশেকুর রহমান আরমান (১৯), এরফান উদ্দিন (১৯), ফয়জুল হক (২৪), আব্দুল আল মামুন (২০) ও বড় ডেইল এলাকার আবু বক্কর ছিদ্দিক (১৮)।

সোমবার (১ নভেম্বর) মধ্যরাতে তাদের আটকের পর মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের জামিন দিয়ে অভিভাবকদের কাছে তুলে দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জন্মদিনের পার্টি করতে গভীর রাতে মহেশখালীর আদিনাথ জেটিতে গিয়ে মাদকাসক্ত অবস্থায় উশৃঙ্খল আচরণ শুরু করে ওই ১২ তরুণ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটকরা সবাই নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক হিসেবে পরিচয় দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ তাদের আদালতে সোপর্দ করা হয়। ভবিষ্যতে এমনটি আর না করার মুচলেকায় আদালত তাদের জামিন দিয়েছে।

এদিকে আটকদের পরিবারের দাবি, শত্রুপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে প্রশাসনকে ভুল বুঝিয়ে তাদের সন্তানদের ধরিয়ে দিয়েছে। তবে, ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার বলে দাবি অনেক অভিভাবকের।

মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের এক কর্মীর জন্মদিন পালন করতে গিয়ে গভীর রাতে সন্দেহজনকভাবে কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করার খবর শুনি। তবে এত রাতে কোনো ধর্মীয় উপসনালয়ের পাশে পার্টি করা উচিত হয়নি। অন্য কোনো কারণ থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, গভীর রাতে একদল তরুণ আদিনাথ জেটিতে অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করছিল, এমন সন্দেহে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৫১ ধারায় তাদের আদালতে সোপর্দ করা হয়।

সায়ীদ আলমগীর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।