জামালপুরে আরও ৬ আ’লীগ নেতা বহিষ্কার
নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় একদিনের ব্যবধানে জামালপুরের সদর উপজেলা আওয়ামী লীগের আরও ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি এ তথ্য জানান। এর আগে সোমবার আরও ১৬ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার- করা হয়।

বহিষ্কৃতরা হলেন— সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোখসানা আক্তার মণি, উপজেলার তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান (মিলন), সদস্য মো. সুরুজ্জামান, সদস্য মো. রফিকুল ইসলাম বিদ্যুৎ, উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান ভূঁইয়া ও মো. আব্দুল জলিল।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউদ-দৌলা চিশতি জানান, ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস