বাবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫ কোটি টাকার ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১০:০২ পিএম, ০২ নভেম্বর ২০২১

দেশের সর্ববৃহৎ কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত হয়েছে। এতে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে একটি কাপড়ের দোকানে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মাধবদী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নরসিংদী ও আশপাশের এলাকা থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যে ৩৫ দোকান পুড়ে যায়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ডাম্পিংয়ের কাজ করছে। এ ঘটনায় বাবুরহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হারুন আর রশিদ নামের এক ব্যবসায়ী বলেন, বাজারের একটি দোকানে ঝালাইয়ের কাজ করছিল। আমরা বাধা দিয়েছিলাম কিন্তু তারা শুনেননি। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত খাজা ট্রেডার্সের মালিক জুয়েল খান বলেন, খবর পেয়ে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। কিছুই রক্ষা করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আবদুল হালিম বলেন, আগুনে ৩৫ দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।