প্রেমিকার টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে পলায়ন, প্রেমিক কারাগারে
প্রেমিকের বিয়ের আশ্বাসে ঘর ছেড়ে আসেন সোনিয়া (ছদ্মনাম)। সঙ্গে নিয়ে আসেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। কিন্তু বিয়ের বাজারের কথা বলে ওই টাকা, স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন প্রেমিক নয়ন (৩০)। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছেন ওই তরুণী। পরে অভিযুক্ত নয়নকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ অক্টোবর) দিনগত গভীর রাতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী তরুণী একজন মুদি দোকানদার। তার বাড়ি চুয়াডাঙ্গার সদর থানার বোয়ালমারী গ্রামে।
পুলিশ জানায়, নয়ন একটি ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত। চাকরির সুবাদে তার সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নয়ন তাকে বিয়ে করবেন বলে বাড়ি থেকে পালিয়ে আসতে বলেন। সঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কারও নিয়ে আসতে বলেন। গত ২৪ অক্টোবর প্রেমিক নয়নের কথানুযায়ী বাড়ি থেকে পালিয়ে আসেন সোনিয়া। এরপর বিয়ের বাজার করার নামে ওই টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান নয়ন। এ ঘটনায় লোকলজ্জার ভয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সোনিয়া। কিন্তু ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে গেলে তিনি গুরুতর আঘাত পান। নয়দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এখন সুস্থ।
এ ঘটনায় থানায় অভিযোগ দেন সোনিয়া। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে নয়নকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেন। তার কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নয়ন ও ভুক্তভোগী তরুণী দুজনই বিবাহিত। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত নয়নকে গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দীন কাজল/এসআর/জেআইএম