সেন্টমার্টিনে এক জালে ধরা পড়লো ৬ লাখ টাকার লাল কোরাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৬:০২ পিএম, ০৩ নভেম্বর ২০২১

সেন্টমার্টিন উপকূলে জালে ধরাপড়া ২০৪ লাল বা রাঙা কোরাল বিক্রি হয়েছে ছয় লাখ টাকায়৷

বুধবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রশিদ আহমেদ নামের এক জেলে মাছগুলো নিয়ে পূর্ব উত্তর সি-বিচে নিয়ে আসেন।

তিনি জানান, দুপুরে সাগরে জাল ফেলে বিকেল ৩টার দিকে সেটি ওঠাতে গেলে একে একে ২০৪ রাঙা কোরাল ধরা পড়ে। প্রতিটি কোরালের ওজন গড়ে ৫ কেজি। পরে মাছগুলো টেকনাফ শহরে নিয়ে এলে মফিজ নামের এক ব্যবসায়ী ছয় লাখ টাকায় কিনে নেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, রাঙা কোরাল সামুদ্রিক মাছ। এসব মাছ সাগরে ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।