ইউপি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চান হিরো আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৫ নভেম্বর ২০২১

ইউনিয়ন পর্যায়ে সুষ্ঠু নির্বাচন দাবি করেছেন দেশের আলোচিত অভিনেতা আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তিনি বলেছেন, আমি চাই এবার একটা সুষ্ঠু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। জনগণ যেন হাসি-খুশিভাবে ভোট দিতে পারে।

শুক্রবার (৫ নভেম্বর) দিনভর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলামের (তালা মার্কা) প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন অভিনেতা হিরো আলম।

হিরো আলম বলেন, ছোট পর্যায়ের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তবে বড় পর্যায়ের নির্বাচন সুষ্ঠু হবে না। আমি চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে জনগণের আস্থা আসবে যেন আমরা সামনে নির্বাচন করতে পারি।

‘মানুষের একটা ধিক্কার আসে না, ভোট দিতে যাবো না। ভোট দিয়েই কী, না দিয়েই কী! এরকম মানুষের মাঝে বিতর্ক তৈরি হয়ে যায়। এই বিতর্ক যেন ভেঙে যায়। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চাই।’

প্রার্থীদের কাছে এ অভিনেতার প্রত্যাশা তারা যেন জনগণের সেবা করতে পারেন। তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। মানুষের মাঝে আশা আসবে।

মেম্বার পদপ্রার্থী শাহিন ইসলাম প্রসঙ্গে হিরো আলম বলেন, যারা মাটি ও মানুষের কথা বলে আমি সবসময় তাদের সঙ্গে থাকি। আমি খবর নিয়েছি, শাহিন ইসলাম ভালো লোক। আমি খোঁজখবর না নিয়ে কোথাও যাই না। জনগণ আছে বলেই আমরা হিরো। জনগণ না থাকলে আমরা জিরো। তারা যখন আমাদের কাছে পায় তাদের মনটা ভরে যায়। যখন ভক্তদের কাছে পাই তখন আমাদের মনটাও ভরে যায়।

আগামী ১১ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১২৪ জন ও সাধারণ সদস্য পদে ৪১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরাফাত রায়হান সাকিব/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।