গরু চোর ধরতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৭ নভেম্বর ২০২১
ফাইল ছবি

ধাওয়া করতে গিয়ে গরু চোরচক্রের ট্রাকচাপায় সাজ্জাদ হোসেন নামের এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) দিনগত রাতে মাগুরা সদর উপজেলার আসবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ পুকুরিয়া গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ জানায়, বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার টের পান সাজ্জাদ হোসেন। মোটরসাইকেলযোগে ওই ট্রাকের পিছু নেন। সদর উপজেলার আসবা গ্রামে গেলে গরু ভর্তি ট্রাক থামাতে গেলে তাকে চাপায় দিয়ি চোররা পালিয়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গরু চোরদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।