বাজারের ব্যাগে ফেনসিডিল, দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৭ নভেম্বর ২০২১

বগুড়ায় ৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (৭ নভেম্বর) শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার মামুনুর রহমান (৪৩) ও সদর উপজেলার মোস্তফা (৫৫)। এরমধ্যে মোস্তাফা বর্তমানে দিনাজপুরের হিলি বাজারে বসবাস করেন।

র‌্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় বাজারের ব্যাগে করে হিলি থেকে নিয়ে আসার সময় ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় ফেনসিডিলসহ মামুন ও মোস্তফাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছেন বলে জানান। তাদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় মামলা দেওয়া হয়েছে। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।