পরীক্ষায় ‘ফেল করার আশঙ্কায়’ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ০৭ নভেম্বর ২০২১

কিশোরগঞ্জের ভৈরবে কাজী মনিরুজ্জামান রুপক (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের কমলপুর এলাকার ব্যবসায়ী কাজী মো. মানিক মিয়ার ছেলে। সে স্থানীয় কমলপুর জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বাণিজিক বিভাগের শিক্ষার্থী ছিল।

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে ।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন ভাইবোনের মধ্য সবার ছোট ছিল রুপক। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে বসতো। রোববার সকালে ঘুম থেকে উঠে সে নিজ শয়নকক্ষ থেকে আর বের হয়নি। পরিবারের সদস্যরা ভাবছিলেন সে ঘুমাচ্ছে। বিকেলেও তাকে বের হতে না দেখে পরিবারের সদস্যরা কক্ষের জানালা ভেঙে ফেলেন। তারা রুপককে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

নিহত রুপকের বড় ভাই রুপম বলেন, ‌‘আমার ছোট ভাই কিছুটা লাজুক টাইপের ছিল। এবছর সে এসএসসি পরীক্ষার্থী দিতো। তবে ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না। সে ভেবেছিল এবছর সরকার অটোপাস দেবে। কিন্তু আগামী ১৪ তারিখ তিন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে শুনে সে চিন্তায় ছিল। নিজের মেধা নিয়ে সে পাস করতে পারবে কি-না, ফেল করলে লোকজনে কী বলবে—সবসময় এসব চিন্তা করতো। সেসব চিন্তা থেকেই সে শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসেছে।’

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।