স্বামী হত্যার বিচার চাইতে মেম্বার প্রার্থী জেসমিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৯ নভেম্বর ২০২১

স্বামী হত্যার বিচার চাইতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হয়েছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার জেসমিন আক্তার। তিনি উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতীক মোরগ। ওই ওয়ার্ডে জেসমিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সামাদ। তার প্রতীক টিউবওয়েল।

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এসএম রুপম এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা আবু জাফর মণ্ডলের আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণ হারান ৮ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আজহারুল ইসলাম নান্টু (৩৫)। নান্টু নিয়ামতপুর গ্রামের আব্দুল বাছেদ মণ্ডলের ছেলে। তিনি জেসমিন আক্তারের স্বামী। ওই ঘটনায় আবু জাফর মণ্ডলসহ বেশ কয়েকজনের নামে হত্যা মামলা করা হয়।

এক সন্তানের জননী জেসমিন আক্তার বলেন, নির্বাচনে ভোটারদের যথেষ্ট সাড়া পাচ্ছি। বিশেষ করে নারীদের ভালোবাসা আমার সঙ্গে আছে। তাদের দোয়ায় আমি নির্বাচিত হবো ইনশাল্লাহ।

তিনি বলেন, আমি যাতে স্বামী হত্যার বিচার পেতে সঠিক ভূমিকা রাখতে পারে সেজন্য নির্বাচনে দাঁড়িয়েছি। তবে নারী বলে প্রচার-প্রচারণা চালাতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। স্বামীর হত্যাকারীরা জামিনে এসে পদে পদে বাধা সৃষ্টি করছেন। তারপরও আমি থেমে থাকবো না।

শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান মাস্টার বলেন, আমরা জেসমিনকে সঙ্গে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি। ভোট প্রার্থনা করছি। তিনি বিপুল ভোটে জয়ী হবেন আশা করি।

তিনি বলেন, আজহারুল ইসলাম নান্টু হত্যার বিচার এখনো হয়নি। ওই মামলার প্রধান আসামি আবু জাফর মণ্ডল এখন জামিনে আছেন। তিনি নিজেও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে আছেন। আগামী ১১ নভেম্বর এ ইউনিয়নের ভোটগ্রহণ হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।