নেত্রকোনায় দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ১১ নভেম্বর ২০২১

নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া ও বাইড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে কেন্দ্রে জাল ভোট প্রয়োগের অভিযোগ ও শতাধিক ব্যালট পেপার উদ্ধারে কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের নেত্রকোনার তিনটি উপজেলার ২৫ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

সদর উপজেলার সিংহের বাংলা, আটপাড়ার পেয়াজকান্দিা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুনসুরপুর এমএ আবদুল হামিদ তালুকদার উচ্চ বিদ্যালয়, দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০ কেন্দ্রে ঘুরে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। পুরুষ ভোটার খুবই কম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তিন উপজেলার ২৪৬ কেন্দ্রের ভোটার সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৫৬০ জন। এর মধ্যে সদর উপজেলায় ১১১ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা দুই লাখ ৩ হাজার ১৯১ জন, বারহাট্টায় ৬৮ ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা এক লাখ ৪২ হাজার ৬১৬ জন এবং আটপাড়ায় ৬৭ ভোটকেন্দ্রে এক লাখ ১৮ হাজার ৭৫৩ জন ভোটার ভোট প্রদান করার কথা রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী এবং জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ জানান, দু’ একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট চলছে। তবে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

এইচ এম কামাল/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।