৬৫ কেজির দুই পোয়া মাছ সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১১ নভেম্বর ২০২১

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে বিশাল আকারের দুটি ‘কালো পোয়া’ মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার মাছ ব্যবসায়ী ও ইউপি সদস্য আব্দুল মান্নানের জালে ধরা পড়ে পোয়া দুটি। পরে মাছ দুটি সাত লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন কক্সবাজারের এক মাছ ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার ইউপি সদস্য আবদুল মান্নানের মালিকানাধীন ট্রলার নিয়ে মাঝি হাসু আলীর নেতৃত্বে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলেরা। তারা জাল ফেলে দুটি বিশাল আকারের কালো পোয়া মাছ পান। মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি নিয়ে দ্বীপের ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে যায়।

সাবরাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মন্নান জানান, মাছ ধরতে গেলে দুটি কালো পোয়া মাছ পাওয়া গেছে। মাছ দুটির ওজন ৬৪ কিজি ৭০০ গ্রাম। কক্সবাজারের এক মাছ ব্যবসায়ী সাত লাখ ৬০ হাজার টাকায় মাছ দুটি কিনে কক্সবাজার নিয়ে গেছেন।

জানা গেছে, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয় ভাষায় ‘ফুলা’ বলা হয়। এটি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ওষুধের কাঁচামাল হিসেবে এটি বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। এজন্য পোয়া মাছের দাম ও চাহিদা বেশি।

ইউএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।