মেহেরপুরে নির্বাচনী সহিংসতায় ছয় পুলিশ আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১২:৪৮ এএম, ১২ নভেম্বর ২০২১

মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নবেম্বর) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বামন্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মাত্র ১৪ ভোটের ব্যবধান মেম্বার নির্বাচিত হন আরিফুল ইসলাম। ১৪ ভোটে পরাজিত হওয়া ইউনুছ আলীর কয়েকটি ব্যালট পেপার ছিঁড়ে ভোট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সশয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন মেম্বার প্রার্থীর সমর্থকরা। লাঠিসোটা নিয়ে তারা পুলিশের ওপর হামলা করেন। পুলিশ সদস্যরা আত্মরক্ষায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

আসিফ ইকবাল/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।