পাঁচবার হেরে ষষ্ঠবারে কাউন্সিলর হলেন হাবিবুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৩ নভেম্বর ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন হাবিবুর রহমান ওরফে হবি (৬৭)।

আগামী ২৮ নভেম্বর ওই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত একক প্রার্থী ছিলেন হাবিবুর। তাই আর কোনো প্রার্থী না থাকায় তিনি ওই ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এনিয়ে দীর্ঘ প্রায় ২৫ বছর পর কাউন্সিলর নির্বাচিত হলেন হাবিবুর রহমান।

এর আগে তিনি ওই পদে পাঁচবার নির্বাচন করেও জয়লাভ করতে পারেননি। উপনির্বাচনে ষষ্ঠবার এলাকাবাসীরা মিলে তাকে একক প্রার্থী করেন। বৃদ্ধ হাবিবুরের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১৯৮৫ সাল থেকে নির্বাচন করে আসছেন। ,মাঝে তিনি ১০ বছর নির্বাচন করেননি।

শনিবার (১৩ নভেম্বর) সকালে পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবু সাঈম হাবিবুর রহমানের কাউন্সিলর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৯ নম্বর ওয়াডের্র কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহী বাবুল। তিনি গত আগস্ট মাসে মারা যাওয়ার পর ওই ওয়ার্ডের সাধারণ আসনে কাউন্সিলর পদে উপনির্বাচনের জন্য প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

পাটগ্রাম পৗরসভার মির্জারকোর্ট ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোকছেদুল ইসলাম বলেন, ‘শিশুকাল থেকে দেখছি হাবিবুর রহমান প্রতিবার ভোটে কাউন্সিলর প্রার্থী হন। কিন্তু অল্প ভোটের ব্যবধানে হেরে যান। এজন্য উপনির্বাচনে আমরা এলাকাবাসী তাকে একক প্রার্থী করেছি।’

নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে হাবিবুর রহমান হবি বলেন, ‘২৫ বছর পর কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

রবিউল হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।