নেত্রকোনায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ১৯ নেতা-কর্মী বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৩ নভেম্বর ২০২১

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দলীয় কার্যালয়ে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।

বহিষ্কৃত নেতারা হলেন- কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. আলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সদস্য মো. গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস বাবুল, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ সাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী রাসেল মিয়া, ইউনিয়ন যুবলীগের কর্মী রতন মিয়া, মোজাম্মেল আলম খান, শান্তু মিয়া, বড়খাপন ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম, মৃদুল রায় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া দেওয়ানী, কৈলাটি ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী রইছ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা আজিজুর রহমান, রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দিন, কলমাকান্দা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, আওয়ামী লীগ কর্মী মীর আইয়ুব নবী, আব্দুর রাজ্জাক ও সাবেক ওয়ার্ড সভাপতি সুরুজ মিয়া।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ চন্দন বিশ্বাস বলেন, তাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়েছিল। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাদের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী বহিষ্কারের জন্য চিঠি পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/ইউএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।