দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৪ নভেম্বর ২০২১

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সাগর (১৮) ও আশিক (২০) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার চামরুল ইউপির কোলগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী এবং আশিক একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদর থেকে ভ্যানে যাত্রী নিয়ে কোলগ্রামের দিকে যাচ্ছিলেন আশিক। তারা উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় পৌঁছলে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ভ্যানচালক আশিক, দশম শ্রেণির শিক্ষার্থী সাগর, উচ্চ মাধ্যমিক পড়ুয়া শ্রাবণ ও মোস্তফা কামাল নামের এক যাত্রী গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাগর ও আশিক মারা যান।

আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।