সবজি বাগানে গাঁজা চাষ, গ্রেফতার মালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৫ নভেম্বর ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় একটি বাড়ির সবজি বাগান থেকে গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচহার কোনাপাড়া গ্রাম থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওয়াসিম মিয়া (৩০) ওই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে রোববার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ওয়াসিমের বাড়ির পাশের সবজি বাগান থেকে গাঁজার গাছটি পাওয়া যায়। গাছটি প্রায় ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ১৬ কেজি। এ সময় ওয়াসিমকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ জাগো নিউজকে বলেন, ওয়াসিম ‘সেবন’ ও ‘বিক্রির’ উদ্দেশ্যে গাঁজা আবাদ করছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এইচ এম কামাল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।