বগুড়ায় ছুরিকাহত স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১৬ নভেম্বর ২০২১

বগুড়ার মালতিনগরে ছুরিকাঘাতে আহত ওমর ফারুক (১৪) নামে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত ওমর ফারুক গাবতলী উপজেলার হোসেনপুর এলাকার মজিবর রহমানের ছেলে। তবে তারা মালতীনগর নামাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। এছাড়া ওমর ফারুক মালতীনগর হাইস্কুলের শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে বনানী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ জাগো নিউজকে বলেন, ১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে মালতীনগর হাইস্কুল মাঠের পাশে এক গলিতে প্রেমঘটিত কারণে ওমর ফারুকের পেটে ছুরিকাঘাত করে একই স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। পরে গুরুতর আহত অবস্থায় ওইদিনই শজিমেক হাসপাতালে ওমর ফারুককে ভর্তি করানো হয়। ভর্তির ৬দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওমর ফারুকের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তারা এ ঘটনায় মামলা করবেন বলে জেনেছি।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।