বগুড়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ আ’লীগ নেতাকে অব্যাহতি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাঁচ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।
সোমবার (১৫ নভেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্রোহী প্রার্থীরা হলেন- মাদলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুল ইসলাম সোহাগ, খোট্টাপাড়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান সুমন, আশেকপুর ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হযরত আলী, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বিমান ও তার ছোটভাই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলাম রাহুল।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিদ্রোহী প্রার্থীদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।
ইউএইচ/এমএস