ওয়াশরুমে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত
বগুড়ার শাজাহানপুরে হোসেন আলী (৪০) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে হোসেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
হোসেন আলী উপজেলার বেতগাড়ী লিচুতলা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।
আহত হোসেন আলীর স্বজনরা জানান, হোসেন আলী দুপুরে বাড়ির ওয়াশরুমে গোসল করছিলেন। এসময় ১৫-২০টি মোটরসাইকেলের একটি বহর তার বাড়ির সামনে এসে থামে। মোটরসাইকেল থেকে নেমেই দুর্বৃত্তরা ওয়াশরুমে ঢুকে হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা হোসেনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বালু ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউএইচ/এএসএম