জামালপুরে ছাত্রলীগের দুই নেতার সাংবাদিক লাঞ্ছনা, পরে ‘মিটমাট’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:২১ এএম, ১৭ নভেম্বর ২০২১
অভিযুক্ত ছাত্রলীগ নেতা বরাদ সরকার (ডানে) ও সাদী (বামে)

জামালপুর জেলা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আজাদ মামুনকে লাঞ্ছিত এবং তার অফিস উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর অবশ্য জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এসে ভুক্তভোগী সাংবাদিকের কাছে ‘ক্ষমা চেয়েছেন’ বলে জানান ভুক্তভোগী।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের দয়াময়ী মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাংবাদিক তানভীর আজাদ মামুন জাগো নিউজকে জানান, রাতে অফিস থেকে বের হয়ে দয়াময়ী মোড়ে দোকানে খাবার আনতে যান এহসান আলী নামে তার এক সহকর্মী। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বরাদ সরকার, সহ-সম্পাদক সাদীসহ অন্তত ৪-৫ জন এহসানের পথ রোধ করেন। একপর্যায়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়। হৈচৈ শুনে তানভীর আজাদ মামুন এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করেন ছাত্রলীগ নেতারা।

তানভীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের ওই নেতারা হত্যা এবং অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেন। সড়কে যানবাহন আটকে করেন বিশৃঙ্খলা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক জামালপুর প্রেস ক্লাবে এসে ঘটনার জন্য ক্ষমা চান। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন বলেন, সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আমরা জেলা প্রেস ক্লাবে বসেছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখনও কোনো ধরনের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

নাসিম উদ্দিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।