জামালপুরে পরিত্যক্ত পাইপগান-ককটেল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৭ নভেম্বর ২০২১

জামালপুরের ইসলামপুর থেকে পরিত্যক্ত একটি পাইপগান, ছয়টি ককটেল ও দুই রাউন্ট অ্যামুনিউশন উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ বিষয়টি জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার আশিক উজ্জামানের নেতৃত্বে জেলার ইসলামপুর থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের টেগুরিয়া খালেরপাড়া গ্রামে কামাল সরকারের নির্মাণাধীন ভবনে অভিযান চালায় র‌্যাব।

jagonews24

এসময় প্লাস্টিকের ব্যাগে থাকা ৬ পিস ককটেল সদৃশ বস্তু, ১টি দেশিয় তৈরি পাইপগান ও ২ রাউন্ট অ্যামুনিউশন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতগুলো ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

নাসিম উদ্দিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।