ঠাকুরগাঁওয়ে হয়ে গেলো বডি বিল্ডিং প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৮ নভেম্বর ২০২১

‘ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ফিটনেস জীমের আয়োজনে এই প্রথমবার অনুষ্ঠিত হলো ‘বডি বিল্ডিং’ প্রতিযোগিতা।

বুধবার রাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ফিটনেস জিমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফিটনেস জিমের সত্ত্বাধিকারী ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীরসহ জীমের ট্রেইনার ও অন্যান্য সদস্যবৃন্দ।

jagonews24

বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে তিনজনকে প্রাইজমানি, ক্রেস্ট ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

এ সময় মরতুজা মোনা ও ফিরোজ নামের দুইজন বিচারক প্রতিযোগীদের শারীরিক কসরত দেখেন। প্রতিযোগিতায় শান্ত ইসলাম প্রথম, রাজ দ্বীতিয় ও বাঁধন তৃতীয় স্থান অর্জন করেন।

পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথীবৃন্দ। অতিথিরা এমন আয়োজনের সাধুবাদ জানান। জিম সুঠাম দেহ, সুস্থ দেহ গঠন ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে এমনটাই আশাবাদ ব্যাক্ত করেন অতিথিরা।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।